ঢাকা ৬ই মার্চ, ২০২১ ইং | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেট বিভাগের জমিয়ত কর্মি সমর্থকদের হোয়াটসঅ্যাপ ভিত্তিক গ্রুপ “প্রবাসী জমিয়ত সিলেটী হোয়াটসঅ্যাপ গ্রুপে”র মাসিক সভা ও ঈদ পুণর্মিলনী গতক ৫ জুন ২০২০ ইংরেজি শুক্রবার বাংলাদেশ টাইম রাত ১১ টায় অনুষ্ঠিত হয়। গ্রুপের প্রধান পরিচালক মাওলানা জহিরুদ্দিন দরবস্তীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান ও প্রচার সম্পাদক মাওলানা বদরুদ্দিন কামরানের যৌথ পরিচালনায় হাফিজ জামিল বিন জহিরুদ্দিন দরবস্তির তেলাওয়াতের মাধ্যমের সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ের ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, প্রবাসী জমিয়ত সিলেটী গ্রুপের উপদেষ্টা, শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন:-
জমিয়তে উলামায়ে ইসলাম হচ্ছে উলামায়ে দেওবন্দের জামাত। এ জন্য আমরা সব সময় আমাদের জাতি আমল তথা নামাজ তিলাওয়াত ইত্যাদি যেনো সুন্দর থাকে।
জমিয়তের প্রতিটি সদস্যের আচার আচরনে তার শত্রুও যেনো তার উপর মুতায়াসসার হয়। কোন সময় কোন কিছুর প্রতিবাদ করার প্রয়োজন হলেও সুন্দর ও আদাবের সাথে প্রতিবাদ করবো। আমরা যে যেখানেই থাকি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকি। যারা জমিয়তের প্রতি ভাল মন মিজাজ রাখেন কিন্তু এখনও জমিয়তে আসেন নাই তাদের সাথে মেহনত করে আমাদের সংগঠনে তাদের মিলাই।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় সহ-সভাপতি, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, প্রবাসি জমিয়ত সিলেটী গ্রুপের উপদেষ্টা, সাবেক সাংসদ এড. মাওলানা শাহিনুর পাশা চৌ.
জমিয়তের কেদ্রীয় সহকারি মহাসচিব, গ্রুপের উপদেষ্টা মাওলানা আতাউর রহমান কম্পানিগঞ্জী, কেন্দ্রী প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
প্রবাসী জমিয়ত সিলেটী গ্রুপের সভাপতি মাওলানা জিয়াউর রাহমান সৌদি আরব, সহ-সভাপতি মাওলানা মুফতি এহসান উল্লাহ কুয়েত, সহ-সভাপতি হা. মাওলানা মাহমুদুল হাসান বাংলাদেশ, সহ-সভাপতি মুফতি শুয়াইব আহমদ সৌদি আরব, মাওলানা আব্দুশ শহিদ দুবাই, সাধারণ সম্পাদক মাওলানা মুজ্জাম্মিল হেলালী কুয়েত, সাহিত্য সম্পাদক মাওলানা রেজাউল করিম উমান, সহ-সাহিত্য সম্পাদক হাফিজ বুরহান উদ্দিন দুবাই, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাসউদ আযহার দুবাই, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল কুদ্দুস দুবাই, স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা উসমান গণি দুবাই, কাতার জমিয়তে সভাপতি মাওলানা জসিমুদ্দিন, মাওলানা আবিদ হুসাইন দুবাই, মাওলানা হিফজুর রাহমান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, হাফিজ ফয়সল আহমদ কাতার মাওলানা রুহুল আমীন সৌদি আরব প্রমুখ।পরিশেষে সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech