ঢাকা ২৭শে জানুয়ারি, ২০২১ ইং | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০
বিলাল আহমদ রাসেল: আজ ৫জুন ২০২০ইং শুক্রবার লাকী রাওজাতুল আতফাল নুরানি মাদ্রাসার পক্ষ থেকে দেশজয়ী হাফিজ আখরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
সে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নস্থ ফুলতৈল ছগামের কৃতিসন্তান এবং সিলেট ফরিদাবাদের ছাত্র। এখান থেকেই PHP কুরআনের আলো ২০২০ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের ২য় স্থান অর্জন করেছে।
তার বিজয়ে সকলে আনন্দে আত্মহারা হয়ে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ রাওজাতুল আতফাল লাকী দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসা এ উদ্যোগ নেয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শামসুদ্দীন, হাফিজ মুস্তাক আহমদ, মৌ. গোলাম রব্বানী, মৌ. হারিস উদ্দিন, মো. রুহুল আমিন, মৌ. ইমরান আহমদ, মৌ. আলী হুসাইন, মৌ. হুসাইন আহমদ প্রমুখ।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech