ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ ইং | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
আদর্শ সমাজ বিনির্মাণে একঝাঁক তালিবুল ইলমের সম্মিলিত প্রয়াস “আল-ফুরকান তালাবা পরিষদ হারাতৈল -উপরবড়াই, চতুল, কানাইঘাট, সিলট’র উদ্যোগে বিভিন্ন সময়ে ধর্মীয় ও সামাজিকভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আপনাদের সংগঠনটির উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯টায় “উপরবড়াই জামে মসজিদ ” বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্টিত হয়।এতে, পিয়ারা, লিচু, কামরাঙা, জাম্বুরা, আমড়া সহ নানা প্রকারের গাছ মসজিদের আঙিনায় রোপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপরবড়াই জামে মসজিদের মুতাওয়াল্লী মাওলানা আবদুল্লাহ, বিশিষ্ট মুরব্বী হাজী সফর আলী, আল-ফুরক্বান তালাবা পরিষদের সভাপতি আবদুল্লাহ বিন ইসমাঈল, সহসভাপতি মাওলানা শাকির আহমদ, ছাত্রনেতা এমডি কাওসার আহমদ সেক্রেটারি মৌলভী আতিকুর রাহমান, সাংগঠনিক সম্পাদক হাবীবুল্লাহ বিন ইসমাঈল, অর্থসম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক সালিমুল ইসলাম, উপরবড়াই মসজিদের ইমাম মৌ. আনওয়ার হোসাইন, জিয়াউর রাহমান, আফতাব সহ প্রমুখ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপস্থিত সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ সকলেই আল-ফুরক্বান তালাবা পরিষদ, হারাতৈল-উপরবড়াইর উদ্যোগে আজকের বৃক্ষরোপন কর্মসূচীর ভূয়সী প্রসংশা ও উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
আল-ফুরক্বান তালাবা পরিষদের নেতৃবৃন্দ সামনের যে কোন কর্মসূচীতে দেশবাসীর সার্বিক সহযোগীতা ও দুআ চেয়েছেন।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech