ঢাকা ২৫শে জানুয়ারি, ২০২১ ইং | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
আবু তালহা তোফায়েল :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গোয়াইনঘাটের ৫৪১টি মসজিদে করোনা ভাইরাস কোভিড ১৯ সংক্রামন পরিস্হিতিতে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০২ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মুহা. নাজমুস সাকিবের সভাপতিত্বে এবং ইসলামী ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলার ফিল্ড সুপারভাইজার আহমদ হাবিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ। এসময় তিনি বলেন, বর্তমান স্তব্ধ এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অনুদান ও আর্থিকভাবেও সহায়তা করছেন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মক্তবেও তার অনুদান পৌঁছেছে। প্রাকৃতিক দুর্যোগে ও বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাসের এই নতজানু সময়ে প্রধানমন্ত্রী বিরল কৃতিত্বের সাথে মানুষের পাশে দাঁড়িয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এঙ্গেলসে সহায়তা দিচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী লুৎফুল হক প্রমুখ।
অনুষ্ঠানের পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম এবং মোনাজাত করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech