ঢাকা ২৪শে জানুয়ারি, ২০২১ ইং | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
সিলেট-৫ আসনের কান্ডারী,কানাইঘাট,জকিগঞ্জের মা, মাটি ও মানুষের প্রিয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সৌজন্যে ও প্রকাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে সদ্য প্রয়াত কানাইঘাট শিবনগর মাদরাসার প্রবীন শিক্ষক মাওলানা এখলাছুর রহমান শ্রিপুরীর অসহায় পরিবারের জন্য আজ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
জননেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক নিজেই মাওলানা এখলাছুর রহমান শ্রিপুরীর বাড়িতে যান।উনার ছোট তিনটি মেয়ের খোজ খবর নেন,শান্তনা প্রদান ও আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং মরহুমের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
অন্যদিকে ঝড়-তুফানে ক্ষতিগ্রস্থ কানাইঘাট উপজেলার সড়কেরবাজার এলাকার কাজির গ্রামের তিনটি পরিবার যথাক্রমে আব্দুর রহিম,আব্দুর রহমান,ফয়সল আহমদ এবং কটালপুর গ্রামের ৯টি পরিবার যথাক্রমে আব্দুর রহমান,নাকিব,মুহিব,ময়মুন্নেছা,সিদ্দিক আহমদ,লুৎফর রহমান,বাটুল,সায়াদ,মন্ডলদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাদের জন্য দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন,কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী ইবাদুর রহমান,জমিয়ত নেতা হাফিজ মাহমুদ হোসাইন,উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দীন,হাফিজ আহমদ হোসাইন,মাওলানা কামরুজ্জামান,ছাত্র জমিয়ত নেতা মিজানুর রহমান,আব্দুল হাফিজ প্রমুখ।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech