ঢাকা ৫ই মার্চ, ২০২১ ইং | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২০
আবু তালহা তোফায়েল :: টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের গোয়াইনঘাটের প্রধান সড়কসহ উপজেলার নিন্মাঞ্চল। দেশের সীমান্তবর্তী এ উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। অধিক বৃষ্টিতে আর পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের ঢল ডাউকি থেকে নেমে আসা নদী পিয়াইন নামকরণে উপজেলার সীমান্তবর্তী এলাকা ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এমনকি উপজেলার প্রধান সড়ক সারী-গোয়াইনঘাট ১৬কিঃমিঃ এই সড়কের বেশ কয়েক যায়গা পানির নিচে।
বন্যার এ পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাট পুরান স্টেন্ড, পূর্ণানগর স্কুল মাঠসহ উপজেলার বিভিন্ন অঞ্চল।
এ অবস্থায় শহর থেকে বা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে উপজেলায় আসা-যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। প্রায়ই যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রায়ই অঞ্চলে নৌকা দিয়ে চলাচল করছে। সড়ক পথ প্রায়ই বন্ধ। এদিকে কারোনাকালীন স্তব্ধ এই সময়ে সবকিছুই বন্ধ, এই দু একদিন কিছু ছাড় হলেও তাও অধিক বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যার কারণে লকডাউনের মত দিনযাপন করছে এই অঞ্চলের মানুষ।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech