ঢাকা ৮ই মার্চ, ২০২১ ইং | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২০
পুলিশে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫২ জন সদস্য। এ নিয়ে পুলিশে করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা ৪ হাজার ছাড়াল। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে পুলিশের ১৫২ জন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশে করোনায় সংক্রমিত মোট সদস্যের সংখ্যা ৪ হাজার ৫৩ হলো। তাঁরা জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ১৪ জন মারা গেছেন।
একই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত সুস্থ হয়ে পুলিশের ১ হাজার ১১৯ জন সদস্য বাড়ি ফিরেছেন। তাঁদের অনেকে ইতিমধ্যে আবার কাজে যোগ দিয়েছেন।
পুলিশ সদস্যদের মধ্যে করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর।
এর অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পুলিশ মনে করে, এতে সংক্রমণের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি সুস্থতার হার বাড়ছে।
-প্রথম আলো
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech