ঢাকা ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০
২৪ মে ২০২০ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হেফাজত আমির, দারুল উলুম হাটহাজারী মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি তাঁর বার্তায় বলেন,দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বমুসলিমের নিকট সমাগত হলো পবিত্র ঈদুল ফিতর যা বিশ্বমুসলিমদের পাশাপাশি বাংলাভাষাবাসী মুসলমানদের নিকট সর্ববৃহৎ মযার্দাপূর্ণ ধর্মীয় উৎসব।
তিনি বলেন প্রতিবারের রমদানের সিয়াম সাধনা ও ঈদ উদযাপন আর এবারের রমদান ও ঈদ উদযাপনে রয়েছে ভিন্নতা। আমরা র্ব্তমানে প্রতিকুল পরিবেশ অতিক্রম করছি। মহান আল্লাহ যদি রক্ষা বা ক্ষমা না করেন তাহলে বাঁচার কোন উপায় নেই। তাই এমুহুর্তে আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লাহর দিকে রুজু হওয়া ও তাওবা ইস্তিগফারের আমল বেশি বেশি করা।
তিনি তাঁর বার্তায় দেশবাসীসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।
করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায় করার আহবান জানান। ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন। সেই সঙ্গে সমাজের বিত্তবান তথা সামর্থবানদের এই দুঃসময়ে দরীদ্র, কর্মহীন, মধ্যবিত্ত, নিম্মবিত্ত প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয়-স্বজন বা এলাকাবাসীর প্রতি খেয়াল রাখার আহবান জানান। তাদের কথা ভুলে যাবেন না। যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। তাহলেই ঈদের আনন্দ পূর্ণতা পাবে এবং মহান আল্লাহও যাজায়ে খায়ের দিবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য, মুসলিম উম্মাহর জন্য ও সকল মাদারেসে কওমিয়্যার জন্য দোয়া করবেন।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech